মিস্টার ও মিসেস হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল। ২৪ জানুয়ারি ছোটবেলার বান্ধবী ফ্যাশন ডিজাইনার নাতাশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ।
বরুণ ও নাতাশার শৈশবের বন্ধুত্ব একসময় রূপ নেয় প্রেমে। আর সেই প্রেম এবার পেল বিয়েতে। নিজেদের সম্পর্ক প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নাতাশা বলেছিলেন, ‘২০ বছর বয়স পর্যন্ত আমরা বন্ধু ছিলাম কিন্তু পড়াশোনার জন্য আমি দেশ ছাড়ার পর বুঝতে পারি যে আমাদের সম্পর্কটি বন্ধুত্বের চেয়ে বেশি ছিল। এরপর আমি ওর সঙ্গে ডেট করা শুরু করি।’
ওয়েডিংসূত্র ডটকমের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, বিয়ের পর বরুণ ও নাতাশা মধুচন্দ্রিমার জন্য তুরস্কের উদ্দেশে উড়াল দেবেন। তুরস্কের ইস্তাম্বুলের বিখ্যাত পাঁচ তারকা হোটেল সিরাগান প্যালেসে মধুচন্দ্রিমা সারবেন নবযুগল। পৃথিবীর অন্যতম সুন্দর ও ব্যয়বহুল পাঁচ তারকা হোটেল বলে খ্যাত।