ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ত্রিপুরায় তৃণমূলের নেতানেত্রীদের ওপর হামলা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে। মমতা ব্যানার্জি বলেন, আমি বিশ্বাস করি, এ সবই হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহের নির্দেশে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তা না হলে অত সাহস হতে পারে না।
ত্রিপুরায় আহত তৃণমূল নেতাকর্মীদের দেখতে আজ সোমবার সকাল ১১টা ১৫ মিনিট নাগাদ এসএমকেএম হাসপাতালে পৌঁছান মমতা। হাসপাতালে পৌঁছে মমতা সোজা চলে যান উডবার্ন ওয়ার্ডে। যেখানে ভর্তি রয়েছেন ত্রিপুরায় আহত সুদীপ-জয়ারা। উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে মমতা ব্যানার্জি জানান, ছাত্রনেতা সুদীপের মাথায় আঘাত রয়েছে।
মমতা ব্যানার্জি আরো বলেন, তাদের ওপর পাথর মারা হয়েছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। তার পর ৩৬ ঘণ্টা কোনো চিকিৎসা হয়নি। এমনকি পানিও দেওয়া হয়নি। পুলিশের সামনেই এই হামলা হয়েছে।
মমতার অভিযোগ, যারা অত্যাচার করল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না।