দ্বিতীয় বৃহৎ চুক্তিভিত্তিক ইলেকট্রনিকস নির্মাতা এবং অ্যাপল ইনকরপোরেশনের অন্যতম পণ্য সরবরাহকারী পেগাট্রন। প্রতিষ্ঠানটি ভারতে আইফোন উৎপাদনের লক্ষ্যে চেন্নাইয়ের একটি শিল্প পার্কে ৫০ হাজার বর্গফুট জায়গা ভাড়া নিয়েছে।
মার্কিন কোম্পানি অ্যাপলের অন্যতম দুই পণ্য সরবরাহকারী ফক্সকন ও পেগাট্রন। চীনে স্থাপিত কারখানায় আইফোনসহ অন্যান্য অ্যাপল ডিভাইস চুক্তিভিত্তিতে তৈরি করে আসছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য সম্পর্ক ভালো যাচ্ছে না। এ জন্য চীনে অ্যাপল পণ্য উৎপাদন নিয়ে চাপে রয়েছে ফক্সকন ও পেগাট্রন। তাই নতুন পরিকল্পনা হিসেবে নভেম্বরে ভারতে ১৫ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা প্রকাশ করেছে পেগাট্রন।
ইতোমধ্যেই ভারতের তামিলনাড়ুতে গুরুত্বপূর্ণ মোবাইল ডিভাইস উৎপাদন হয়ে উঠেছে। নকিয়া করপোরেশন, স্যামসাং, লেনোভো গ্রুপ লিমিটেড, মটোরোলা ও ফক্সকনসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান চেন্নাইয়ে নিজস্ব মোবাইল ডিভাইস উৎপাদন কারখানা পরিচালনা করছে।
পেগাট্রন গত জুলাইয়ে ভারতে কারখানা স্থাপনের নিবন্ধন পায়। আগামী বছরের শুরুর দিকে পেগাট্রনের ভারতীয় কারখানায় পুরোদমে উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে ধারনা করা হচ্ছে। এছাড়াও আগামী দুই বছরে ভারতে তাদের আরো বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।