মার্কিন সামরিক বাহিনী আফগান থেকে গতকাল বুধবার পর্যন্ত তিন হাজার দুইশ’র বেশি লোককে সরিয়ে নিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হোয়াইট হাউস কর্মকর্তা জানান, মার্কিন সামরিক বাহিনী গতকাল ১৩টি উড়োজাহাজে করে মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা এবং তাদের পরিবারসহ আনুমানিক এক হাজার ১০০ লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে।
তিনি আরও বলেন তিন হাজার দুইশ’র মধ্যে প্রায় দুই হাজার আফগান রয়েছে। তাদের বিশেষ অভিবাসনের আওতায় আনা হয়েছে।