আবারো রক্তাক্ত মিয়ানমারের রাজপথ। রোববার নিরাপত্তার বাহিনীর গুলিতে মারা গেছে ৮ জন। ওইদিন বৈশ্বিক মিয়ানমার বসন্ত বিপ্লব উপলক্ষে বিক্ষোভে যোগ দেয় হাজারো মানুষ। এদিন মিয়ানমারের বাইরে অভ্যুত্থানবিরোধী সমাবেশ হয়েছে।
মিয়ানমারের জনগণের ঐক্যের কণ্ঠে বিশ্বকে কাপিয়ে দিতে হবে। বার্তা সংস্থা মিজিমা জানিয়েছে, বিক্ষোভের সময় দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির বৃহত্তম শহর মান্দালয়ে।
মিয়ানমার নাউ নিউজ জানিয়েছে, তিনজন মারা গেছেন মিয়ানমারের মধ্যাঞ্চলীয় শহর ওয়েটলেটে দু’জন উত্তর-পূর্বের শান অঞ্চলের দুটি শহরে মারা গেছেন। এছাড়া উত্তরের পাক্তানেও একজন নিহত হয়েছেন।
মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জান্তাবিরোধী বিক্ষোভে অন্তত ৭৬৫ জন নিহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ৪ হাজার ৬০৯ জনকে।