দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে তিন হাজার ৫৬৭ জন। আগের দিন এই সংখ্যা ছিল তিন হাজার ৫৫৪ জন। অর্থাৎ ধারাবাহিকভাবে শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। যদিও একই সময়ে সুস্থ হয়েছে এক হাজার ৯১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার হিসাব দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট পাঁচ লাখ ৮০ হাজার ৮০৮ জন। এর মধ্যে মারা গেছে আট হাজার ৭৬৩ জন ও সুস্থ হয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২.৯৭ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১২.৯৪ শতাংশ। সুস্থতার হার ৯০.৮৯ শতাংশ ও মৃত্যুহার ১.৫১ শতাংশ। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে মৃত ২৫ জনের মধ্যে ২৩ জনের বয়সই ৫১ বছরের ওপরে। আর দুজনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে। এদিকে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভিড় ও শয্যাসংখ্যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা ধরনের বিভ্রান্তি। রাজধানীর প্রথম সারির ২০টি সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে একমাত্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই সাধারণ শয্যার চেয়ে অতিরিক্ত (১২৩) রোগী রয়েছে। বাকি সব হাসপাতালেই বিভিন্ন সংখ্যায় সাধারণ শয্যা খালি রয়েছে। যদিও নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যার বেশির ভাগেই রোগী রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, কুয়েত মৈত্রী হাসপাতালে ৮৭, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ৪১, সরকারি কর্মচারী হাসপাতালে ৪৪, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০৬, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৫, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩০, রাজারবাগ পুলিশ হাসপাতালে ৬০, মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ১০ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৯৩টি করোনা শয্যা খালি রয়েছে। অন্যদিকে এই হাসপাতালগুলোর মধ্যে কুয়েত মৈত্রী, কুর্মিটোলা, ঢাকা মেডিক্যাল, মুগদা মেডিক্যাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে কোনো শয্যা খালি নেই। শুধু শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ৪, সরকারি কর্মচারী হাসপাতালে এক ও রাজারবাগ পুলিশ হাসপাতালে দুটি আইসিইউ শয্যা খালি ছিল গতকাল।