ওটিটি আয়ের নতুন দরজা খুলে দিয়েছে। একটি ছবির আয়ের মূল উৎস ছিল সিনেমা হল ও টেলিভিশন স্বত্ব। এবার নতুন করে যুক্ত হয়েছে ওটিটি। এই প্ল্যাটফর্ম থেকেও মোটা অঙ্কের টাকা আয় করা যাবে সিনেমা দিয়ে। এই যেমন ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিটা দেখুন না, মুক্তি পাওয়ার আগেই ছবিটি বিক্রি হলো মোটা অঙ্কের বিনিময়ে।
এই মুহূর্তে আলিয়া ভাটের ঝোলাভর্তি সিনেমা। সম্প্রতি অভিনয় করেছেন সঞ্জয় লীলা বানসালির ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ সিনেমাতে। এটি এখনো মুক্তি পায়নি সিনেমা হলে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, এই ছবির ওটিটি স্বত্ব বিক্রি করার চুক্তি হয়েছে ৭০ কোটি রুপিতে। তবে কোন ওটিটিতে দেখানো হবে, তা জানা যায়নি।
আলিয়া এখন ব্যস্ত বেশ কয়েকটি সিনেমা নিয়ে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতে তাঁকে দেখা যাবে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। আর ‘ট্রিপল আর’-এ তাঁকে দেখা যাবে রামচরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে।