আসছে আগামী শুক্রবার বাংলাদেশের ও ভারতের অসংখ্য গানের জনপ্রিয় কন্ঠশিল্পী আকাশ ও এপার বাংলার মঞ্চ মাতানো কন্ঠশিল্পী মেঘলার কন্ঠে মিউজিক ভিডিও “সোনা বন্দে” । গানটির কথা ও সুর মেঘলার নিজেরই। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন মোহন খান ও মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বাংলাদেশ চলচিত্রের জনপ্রিয় নায়ক আশিক চৌধুরী ও মিউজিক ভিডিও জগতের মিষ্টি মুখ আয়শা নাফিসা এবং রেপ মডেল হয়েছেন শাওন খান অর্ক ।মিউজিক ভিডিওর চিত্রধারন করেছেন আমির হামজা ও কোরিওগ্রাফার ছিলেন রোহান মাহমুদ বেলাল । গানটির মিউজিক করেছেন রবিন ইসলাম ।
এক সাক্ষাতকারে আশিক চৌধুরী বলেন, পূবাইলয়ের এক মনোরম লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে । গানের কথা ও গল্প আমার অনেক ভালো লেগেছে , তাই মিউজিক ভিডিওটিতে মডেল হতে আমি রাজি হয়েছি । আশা করি মিউজিক ভিডিওটি দর্শকদের অনেক ভালো লাগবে ।
আয়শা নাফিছা বলেন, মেঘলার কথা, সুর ও গায়োকি কন্ঠে এবং শাওন খান অকের্র গল্পে একটি চমৎকার মিউজিক ভিডিও তৈরি হয়েছে । আমি মনে করি দর্শক শ্রোতারা মিউজিক ভিডিওটি লুফে নিবে ।
গানটি প্রকাশিত হবে আগামী শুক্রবার বিকেল ৩ টায় MR Bestmedia এর ইউটিউব চ্যানেলে । এম আর বেষ্টমিডিয়ার কর্নধার আশা প্রকাশ করেন যে মিউজিক ভিডিওটি অাপনাদের অনেক ভাল লাগবে। ভাল লাগলে গানটি লাইক ,কমেন্টস এবং শেয়ার করে অামাদের পাশে থাকবেন। ধন্যবাদ।