ভারতের আসাম রাজ্যে তৃতীয় তথা শেষ দফার ভোট হচ্ছে আজ মঙ্গলবার। জানা গেছে সেখানকার ১২টি জেলার ৪০টি আসনে ভোট চলছে । ভারতের মন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দাবি করেছেন, উজানি ও মধ্য আসামে প্রথম দুই দফার ভোটেই সরকার গড়ার মতো আসন বিজেপি পেয়ে গেছে। উজানির ভোটে বেশিরভাগ আসন পাচ্ছে বিজেপি জোট। অন্যদিকে কংগ্রেস আজ দাবি করেছে উজানি আসামে তারা অন্তত ১৭টি আসনে জিতবে। প্রচারপর্ব শেষ হওয়ার পরেও কংগ্রেস সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালিয়ে যাওয়ার কারনে নির্বাচন কমিশনে অভিযোগ তুলেছে বিজেপি। জানা গেছে প্রথম দুই দফায় ৮০ শতাংশের মতো ভোট পড়েছেন। গত বার তৃতীয় দফার এই ৪০টি কেন্দ্রে ভোট পড়েছিল ৮৬.৯ শতাংশ। তৃতীয় তথা শেষ দফার ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা, চন্দ্রমোহন পাটোয়ারী, প্রমীলা রানি ব্রহ্ম, সিদ্ধার্থ ভট্টাচার্য, ফণীভূষণ চৌধুরী, বিজেপি সভাপতি রণজিৎ কুমার দাস, কোকরাঝাড়ের সাংসদ নব শরণীয়া, ভোজপুরি কুইন হিসেবে পরিচিত গায়িকা কল্পনা পাটোয়ারী, আসাম সাহিত্যসভার সাবেক সভাপতি ও পরমানন্দ রাজবংশী।