ম্যানচেস্টার ইউনাইটেডের পেনাল্টি পাওয়া নিয়ে সবার আগে মুখ খুলেছিলেন জোসে মরিনিও। গত মৌসুমের শেষে ছুটি কাটাতে গিয়ে ব্রুনো ফার্নান্দেজকে নিয়ে কথা বলতে গিয়ে পেনাল্টি পাওয়া নিয়ে খোঁচা দিয়েছিলেন মরিনিও। সেই পেনাল্টি পাওয়া নিয়ে হঠাৎ এই সপ্তাহে আলোচনা বেড়ে গেছে। সে আলোচনা বাড়িয়ে দিয়েছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। ইউনাইটেড কীভাবে এত পেনাল্টি পায়, এটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন ক্লপ।
আগামীকালই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও ইউনাইটেড। শিরোপাদৌড়ের জন্য মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ম্যাচের আগে ইউনাইটেডের পেনাল্টিভাগ্য নিয়ে প্রশ্ন তুলে একটু আলোড়নই তুলেছেন ক্লপ। তাঁর কথায় ইঙ্গিত ছিল মাঠে অতিমাত্রায় নাটুকেপনা করে পেনাল্টি আদায় করেন মার্কাস রাশফোর্ডরা। আবার রাশফোর্ড সে আলোচনায় টেনে এনেছেন মরিনিওকে।
রাশফোর্ড দাবি করেছেন, তাঁদের পেনাল্টি আদায় করা শিখিয়েছেন মরিনিওই! বর্তমানে টটেনহামের দায়িত্বে থাকা মরিনিওর এভাবে এমন বিতর্কে জড়ানো একদম ভালো লাগেনি। তাই বেশ কড়া জবাবই দিয়েছেন রাশফোর্ডকে। বলেছেন সম্ভব হলে পরিসংখ্যান দিয়ে দেখানো হোক, কখন থেকে ইউনাইটেড এত এত পেনাল্টি পাচ্ছে!