ফ্রান্সের মাজান শহরে যৌথ জীবন শুরু করেছিলেন হলিউড তারকা কিরা নাইটলি আর ব্রিটিশ সংগীতশিল্পী জেমস রাইটন। ২০১৫ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা ইডি। ২০১৯ সালে ইডি পায় ছোট বোন ডেলাইলাকে। দুই সন্তানের মা কেইরা এবার ঘোষণা দিলেন, জীবনে আর নগ্ন হবেন না। যে চিত্রনাট্যে যৌন দৃশ্য থাকবে, এমন সিনেমাই করবেন না তিনি। দুবার অস্কারে মনোনয়ন পাওয়া এই অভিনেত্রী তাঁর চুক্তিপত্রে ‘নো নুডিটি’ শিরোনামে নতুন একটি দফা যুক্ত করেছেন।
এই অভিনেত্রী আরও বলেন, ‘একেবারেই যে করব না, তা বলছি না। তবে অযথা নয়। একান্তই যদি চরিত্রের দাবি মেটাতে হয়, তাহলেই করতে পারি। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হওয়ার সময় এসেছে।’