সৌদি আরব এই দেশের জন্য হজ কোটার সংখ্যা বৃদ্ধি করায় এ বছর আরও ২৪১৫ বাংলাদেশি হজ করতে সক্ষম হবেন। বুধবার বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি বছরের হজের জন্য সৌদি সরকারের বরাদ্দকৃত অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর বর্ধিত কোটা বাংলাদেশ গ্রহণ করেছে।
চিঠিতে সৌদি হজ কাউন্সিলরকে সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ২ হাজার ৩০০ বেসরকারি সংস্থার অধীনে কোটা নির্ধারণের পর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে এবারের হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই।
সৌদি আরবে হজযাত্রীদের ফ্লাইট শুরু হয়েছে ৫ জুন। সৌদি আরবে শেষ ফ্লাইট ৩ জুলাই। ফিরতি ফ্লাইট ১৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।
এ পর্যন্ত মঙ্গলবার পর্যন্ত ২৬ হাজার ৩০৯ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।