করোনাকালে ওমরাহ কার্যক্রম শুরু হওয়ার পর তিন মাসে এক লাখ বিদেশী ওমরাহ পালনের সুযোগ পেয়েছেন। রবিবার সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ বেনতিন এ তথ্য জানিয়েছেন। ওমরাহযাত্রী ও দর্শনার্থীদের সৌদি সরকারের সেবা শীর্ষক এক অনুষ্ঠানে মুহাম্মাদ বেনতিন বলেন, গত ১ নভেম্বর বিদেশীদের জন্য ওমরাহ কার্যক্রম শুরু হওয়ার পর এক লাখ বিদেশী ওমরাহযাত্রী সৌদিতে আসেন। বেনতিন আরো বলেন, ‘আসন্ন রমজান মাস উপলক্ষে ওমরাহ পালনের সুবিধার্থে মন্ত্রণালয় বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে। এছাড়া আগামী হজ পর্বকে আরো নিরাপদ ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পর্যালোচনা চলছে।’ বেনতিন বলেন, ওমরাহ বিষয়ক সেবা প্রদানে তৈরি করা ইতামারনা অ্যাপটি প্রায় ৯০ লাখ লোক ব্যবহার করেছে। এছাড়া সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রণালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে বলে জানান তিনি।