আফগানিস্তান ইস্যুতে কোনো রকমের কথা বলতে চান না ভারতের কলকাতায় বসবাসরত ‘কাবুলিওয়ালা’রা! সেখানকার চাঁদনি চক এলাকায় ‘কাবুলিওয়ালা’দের সাথে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলেও তারা নানাভাবে এড়িয়ে গেছেন।
কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের আশপাশে বৌবাজার, চাঁদনি চক এলাকায় থাকেন অনেকে। তাদের পূর্ব পুরুষরা আফগানিস্তান থেকে এসেছেন।
তার পরেও গত কয়েক দিনে কাবুলসহ আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাজি নন তারা।
অনেকে নিজের নাম তো দূরের কথা আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কথা বলতেই রাজি নন। একজন বলেন, আমরা কলকাতায় থাকি। ওখানকার পরিস্থিতি নিয়ে এখানে কেউ কথা বলতে চাই না। ওই দিকে গিয়ে ওদের বিরক্ত করবেন না বলেও সাংবাদিককে সতর্ক করেন ওই কাবুলিওয়ালা।
পেশায় কাপড়ের ব্যবসায়ী কাশেম বলেন, খবর পেয়েছি ওখানে আত্মীয়রা এখনো ঠিক আছে। চিন্তা তো হবেই। জানি না, নতুন যারা এসেছে তারা কী করবে এবার! কাবুলের অবস্থাইবা কী হবে!