সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন আলিয়া ভাট। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে করোনা নেগেটিভ আসার কথা ভক্তদের জানালেন এই অভিনেত্রী। পিঙ্ক পাজামা আর নীল ঢিলেঢালা ফুল হাতা টি-শার্টে ছবিটি তুলেছেন মহেশ-কন্যা। পিছনে সবুজের ঝলক বলে দিচ্ছে কেটেছে বন্দি দশা। কোয়ারেন্টিন থেকে বেড়িয়েছেন নায়িকা। ইনস্টায় ছবি শেয়ার করে ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘বোধহয় নেগেটিভ কথাটা এই প্রথম এতো ভাল লাগছে!’ করোনা সুস্থ হওয়ায় দিয়া মির্জা, ক্যাটরিনা কাইফ, সোফি চৌধুরী, অনিল কাপুরের মতো তারকারা শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। নায়িকার করোনা মুক্তির খবরে খুশি ভক্তরাও। শুভেচ্ছা ও ভালোবাসায় ভরা অসংখ্য কমেন্ট উপচে পড়েছে আলিয়ার ইন্সটা হ্যান্ডেলে। ২ এপ্রিল নিজের করোনা সংক্রমণের কথা জানান অলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া লেখেন, ‘সবাইকে জানাতে চাই আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।’