তাঁর ৩৪তম জন্মদিনে আগের দিন মধ্যরাত থেকেই ভক্তদের শুভেচ্ছাবার্তায় উপচে পড়ছিল সামাজিক যোগাযোগের মাধ্যম। যদিও তিনি এই বিশেষ দিনের সকালে নিজেকে ডুবিয়ে রাখলেন ব্যাট-বলের অনুশীলনে। সকাল ৯টা বাজার আগেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢুকে পড়লেন সাকিব আল হাসান। কুঁচকির চোট নিয়ে গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের মাঝপথ থেকেই ছিটকে পড়ার পর একরকম ক্রিকেট বিচ্ছিন্নই ছিলেন তিনি। সন্তানসম্ভাবনা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছিলেন পরিবারের কাছে। সে জন্য নিউজিল্যান্ড সফর থেকে ছুটিও নিয়েছিলেন। দুই মেয়ের পর ১৫ মার্চ পুত্রসন্তানের বাবা হন এই অলরাউন্ডার। তবে এরপর আর দেশে ফিরতে বেশি বিলম্ব করেননি তিনি। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএল খেলতে যাওয়ার আগে অনুশীলন শুরু করাও যে জরুরি হয়ে পড়েছিল তাঁর জন্য। মঙ্গলবার দিবাগত রাতে দেশে ফেরার পর এক দিন বিশ্রাম নিয়েই কাল নেমেও পড়লেন অনুশীলনে। যুক্তরাষ্ট্রে থাকতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে অনুশীলনের এই সূচি ঠিক করে রেখেছিলেন তিনি। কাল সময়মতোই ঢুকে পড়লেন মিরপুরের ইনডোর লাগোয়া নেটেও। সেখানে তাঁর সঙ্গী জাতীয় দলের সঙ্গে কাজ করা একজন থ্রো-ডাউন বিশেষজ্ঞ। ঘণ্টাখানেকের অনুশীলন সেশনের বেশির ভাগ সময় ওই থ্রো-ডাউনই খেলে গেলেন সাকিব। নেটে কখনো চড়াও হলেন যেমন, তেমনি কখনো পরাস্তও হলেন। ব্যাটিংয়ের পর নেটে কিছুক্ষণ একা একা বোলিংও করলেন সম্প্রতি এক ফেসবুক সাক্ষাৎকারে বোর্ড পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্য করা সাকিব। তা নিয়ে বিতর্ক উসকে গেলেও দেশের সর্বোচ্চ ক্রিকেট প্রশাসন এখন শুধু নিজেদের মধ্যেই বিষয়টির সুরাহায় আগ্রহী। তাই সাকিবের আইপিএল ‘এনওসি’ও ঝুলে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যা পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান আকরাম খান। শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে আইপিএল খেলতে চাওয়া সাকিবকে কাল বিসিবির এক ফিজিওর সঙ্গেও সময় কাটাতে দেখা গেছে। খুব স্বাভাবিক যে কুঁচকির চোটের সর্বশেষ অবস্থাই বোঝার চেষ্টা করেছেন ফিজিও। সাকিবকে দেখে এই চোটে এখন আর ভুগছেন বলেও মনে হয়নি তাঁর। দেশ ছাড়ার আগে এভাবে আরো কিছুদিন অনুশীলন চালিয়ে যাওয়ার কথা আছে সাকিবের। মাঝখানে যোগ দেওয়ার কথা আছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রাষ্ট্রীয় অনুষ্ঠানেও। যত দূর জানা গেছে, রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান উপস্থাপনাও করতে পারেন সাকিব। যেমনটি এরই মধ্যে করেছেন জাতীয় নারী দলের ক্রিকেটার জাহানারা আলম। দেশে কিছুদিন অনুশীলন করে ৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া আইপিএল খেলার জন্য ১ এপ্রিল ভারতে যাবেন সাকিব। যদিও এর মধ্যেই কেকেআরের বিদেশিরা দলের সঙ্গে যোগ দিতে শুরু করেছেন। ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনীল নারিন ভারতে চলেও এসেছেন। হোটেলে তাঁদের কোয়ারেন্টিন শুরু হয়ে গেছে। ভারতে গিয়ে যথারীতি কোয়ারেন্টিন করতে হবে সাকিবকেও। এর আগেই লম্বা বিরতির পর যথাসম্ভব নিজেকে ব্যাট-বলের সঙ্গে মানিয়ে নেওয়ার ইচ্ছা সাকিবের। অনুশীলনে নেমে পড়ার জন্য তাই বিলম্ব না করে বেছে নিলেন জন্মদিনের সকালটিই।