দিনাজপুর মহাসড়কের বিভিন্ন স্থানে রাস্তার পার্শ্ববর্তী খাল ভরাটের উৎসব চলছে। জমি উঁচু করার নাম করে কমি মালিকেরা খাল দখল করেছে।
হাকিমপুর উপজেলার লোহাচড়া এলাকার সামনে প্রভাবশালী ব্যক্তি সড়কের পাশের খাল দখল করে মাটি দিয়ে ভরাট করছে। কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, বাজারের কাপড়ের দোকানদার মুকুলের সাথে চুক্তিবদ্ধ হয়ে তার জমিতে মাটি ভরাট করছেন।
জমির মালিক মুকুল বলেন, আমি সড়কের জায়গায় ভরাট করছি না। আমার নিজের কৃষি জমিতে মাটি দিয়ে ভরাট করছি।
লোহাচড়া গ্রামের এক বাসিন্দা বলেন, প্রভাবশালী মুকুল গায়ের জোরে সড়ক ও রাস্তার খাল দখল করে মাটি দিয়ে ভরাট করছেন।
খট্টামাধাবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বলেন সড়কজনপথের রাস্তার খাল দখল ও কৃষি জায়গাতে মাটি দিয়ে ভরাট আইনগত নয় । তবে বিষয়টি আমার জানা নেই। এটি বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ আলম বলেন, আমি খবর পেয়েছি। খট্টামাধাবপাড়া ইউনিয়নের গ্রাম পুলিশ দিয়ে বন্ধ করার ব্যবস্থা করা হবে।