২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল অনুযায়ী সব বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মোট ৫৭ হাজার ৯২৬ জন এছাড়া এই বোর্ডে জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে আছেন মেয়েরা।
শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।