চট্টগ্রামে চলছে সিটি করপারেশনের নির্বাচন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী নিজের ভোট দিয়ে বলেছেন, তিনি জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তবে জয়-পরাজয় যা–ই হোক, তিনি তা মেনে নেবেন বলে জানিয়েছেন সাংবাদিকদের।
বুধবার সকালে চট্টগ্রামের বহদ্দারহাটের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় তাঁর সঙ্গে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ অন্য নেতারা ছিলেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন রেজাউল করিম চৌধুরী। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন। ভোটাররা সকলেই উপস্থিতি রয়েছে।
নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫ এর মধ্যে ৪২৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ যা মোট ভোটকেন্দ্রের মধ্যে ৫৬ শতাংশ। কয়েক ঘণ্টার মধ্যেই ভোট কেমন হবে, তা বুঝা যাবে।