করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ওয়ানডে অধিনায়কসহ জাতীয় দলের ক্রিকেটাররা। আজ বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাঈম শেখ, সৌম্য সরকার, নাসুম আহমেদসহ কয়েকজন খেলোয়াড় সকালে টিকা নিতে যান। টিকা নেওয়া শেষে তামিম ইকবাল দেশবাসীকে টিকা নেওয়ার আহবান জানান। বলেন, তিনি নিজেও আগে দ্বিধায় ছিলেন। টিকা নেওয়া শেষে তামিম সাংবাদিকদের বলেন, ‘যারা জানেন, তারা যদি আপনাকে বোঝান তাহলে আপনি বুঝতে পারবেন জিনিসটা। যখন প্রথম টিকা নেওয়ার কথা বলা হচ্ছিল তখন আমিও শিওর ছিলাম না যে নেব কি নেব না। কিন্তু যখন আমাকে বোঝাল, কী কী হতে পারে, তখন আমার কাছে মনে হয়েছে এটা ভালো বিষয়। আমি অবশ্যই এটা নেব। আমরা আসলে লাকি যে টিকাটা আমরা পাচ্ছি। উন্নত অনেক দেশেও এই পরিমাণ টিকা এখনও দেওয়া হচ্ছে না।’ ক্রিকেটাররা টিকা নেওয়ার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় দলের যেসব ক্রিকেটার, কোচিং স্টাফ এবং কর্মকর্তা নিউ জিল্যান্ড সফরে যাচ্ছেন, তাদের টিকা দেওয়া হচ্ছে। বিসিবি বসের ভাষায়, ‘আমি গতকাল অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে বসেছিলাম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের সঙ্গে কথা হয়েছে। তারা সবাই টিকা নেবে। ফুল কোচিং স্টাফ যারা যাচ্ছেন, তাদেরও টিকা দেওয়া হবে।’