চীনের যুদ্ধজাহাজ আকাশসীমায় ঢুকে পড়েছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কর্মদিবস শুরুর পর চীনের বিমানবাহিনী শক্তি প্রদর্শন শুরু করেছে।
রোববারের খবরে জানা যায়, চীনের ১৫টি বিমান মহড়া দিয়েছে। তাইওয়ানের বিমানবাহিনী বলেছে, বিমানগুলোয় নজরদারির জন্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।
১৯৪৯ সাল থেকে চীন ও তাইওয়ানের সরকার আলাদা। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় প্রভাব বিস্তার করতে দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা চলছে।
তাইওয়ানকে অল্প কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে তাইপেইয়ের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই।