নিউজিল্যান্ডে পরাজয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আজ প্রথম ওয়ানডেতে তারা হেরেছে ৮ উইকেটে। ১৩১ রান করে আর যাই হোক, নিউজিল্যান্ডের মাটিতে কিছু করা যায় না। অধিনায়ক তামিম ইকবালসহ সব ব্যাটসম্যানই ব্যর্থতার চরম পরিচয় দিয়েছেন। প্রিয় পজিশনে সুযোগ পেয়েও ‘ডাক’ মেরেছেন সৌম্য। ১৫ বলে ১৩ রান করা তামিমকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন পেস তারকা ট্রেন্ট বোল্ট। কিন্তু কীভাবে নিউজিল্যান্ডের এই বাঁহাতি পেসার তামিমের অফস্টাম্পের পাশ দিয়ে বল বের করেছেন। বাংলাদেশ অধিনায়কে এতেই ভুলটা করেন। হুট করে ভেতরে ঢোকা বল গিয়ে তার পায়ে লাগে। পরিস্কার এলবিডব্লু! পেসারদের চিরায়ত কৌশল। ম্যাচের পর হাসতে হাসতে বোল্ট বলেন, ‘পূর্বপরিকল্পনা ছিল, তা বলব না। আজকের দিনটাই সহজাত মুভমেন্টের জন্য বেশ ভালো ছিল। নিজের সহজাত সুইয়ের ওপর আস্থা রেখেছি। চেয়েছিলাম তাকে সামনের পায়ে এনে বল ভেতরে ঢোকাতে। সেটা হয়েছে।’ অর্থাৎ তামিম যাতে ভুল করেন, সেই ফাঁদটাই পেতেছিলেন ২৭ রানে ৪ উইকেট পাওয়া বোল্ট। তামিম-বোল্ট দ্বৈরথ নিয়ে যখন নিউজিল্যান্ডে আলোচনা চলছিল, তখন প্রথম দেখায় জয় হলো বোল্টেরই। এই দ্বৈরথ নিয়ে ম্যাচের আগে কিছু ভেবেছেন কি না, সে বিষয়ে বোল্ট বলেন, ‘ঠিক ওভাবে মাথায় ছিল না। পুরো দল মিলে ড্রেসিংরুমে প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে আলোচনা হয়, পরিকল্পনা হয়, সবাই সেটি মেনে খেলার চেষ্টা করি। এমন কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা আমরা জানি।’