তালেবানকে একটি সন্ত্রাসী সংস্থা মনে করে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, তারা আফগান বিশেষজ্ঞদের একটি দলকে দায়িত্ব দিয়েছে যারা এই সংক্রান্ত সব পোস্ট পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেবে।
ফেসবুকের ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি বলছেন, যে কোনো গ্রুপ বা প্রোফাইল তালেবানকে প্রোমোট ও ভালো রূপে উপস্থাপন করার চেষ্টা করবে তাদেরকে ব্যান করা হবে।’
এই নীতি ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলেও জানিয়েছে জানিয়েছে। ফেসবুক জানিয়েছে, তারা যদি হোয়াটসঅ্যাপে তালেবানের সঙ্গে সংযুক্ত কোনও একাউন্ট দেখতে পায়, তাহলে তারা ব্যবস্থা নেবে।
নিজেদের প্ল্যাটফর্মে তালেবান বিষয়ক তথ্যের বিষয়ে কোনও ব্যবস্থা না নেওয়ার কারণে সমালোচনার মুখে পড়েছে টুইটার এবং ইউটিউবও।