সবচেয়ে বেশি বেতনভোগী হয়েও মাঠে নামছিলেন না মেসুত ওজিল। না খেলেই সপ্তাহে সাড়ে তিন লাখ ইউরো কামিয়ে নিচ্ছিলেন। কোনো প্রতিযোগিতার স্কোয়াডে না থাকা এক ফুটবলারকে তাই যেকোনোভাবেই হোক ছেড়ে দেওয়ার চেষ্টায় ছিল আর্সেনাল। ২০২১-এর জুন পর্যন্ত চুক্তি ছিল ওজিলের। কিন্তু ছয় মাস আগেই তাঁকে ছেড়ে দিতে রাজি হয়েছে আর্সেনাল।
দলবদলে কোনো অর্থ পায়নি আর্সেনাল। অন্তত এটা ভেবেই তারা খুশি যে বাকি ছয় মাসের বেতন দিতে হবে না ওজিলকে। আর্সেনাল ছেড়ে ফেনেরবাচে যাওয়া ওজিলের বর্তমান বেতন শুনলে রাগ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কারণ, সেখানে বছরে মাত্র ৩০ লাখ ইউরোতেই রাজি হয়ে গেছেন ওজিল।
আর্সেনালের প্রতি ভালোবাসা নিয়েই তুরস্কে গেছেন ওজিল। আর তুরস্কের ক্লাবের প্রতি ভালোবাসাটা টের পাইয়েছেন বেতনের অঙ্কটা ৮০ ভাগেরও বেশি কমিয়ে। এক বিবৃতিতে ফেনেরবাচ জানিয়েছে, আর্সেনালে যে বেতন পেতেন ওজিল, তুর্কিতে খেলতে এসে তার চেয়ে ১ কোটি ৩০ লাখ ইউরো কম নেবেন। খেলছে না এমন এক খেলোয়াড়ের বেতন দিতে হচ্ছে না, সে সঙ্গে কিছু শর্ত পূরণ করলে ওজিলের কারণে আর্সেনালকে ২০ লাখ ইউরো দেবে ফেনেরবাচ।
আবারও মাঠে নামার আশাতেই এই বিসর্জন ওজিলের। তবে ৩০ তারিখের আগে তাঁর মাঠে নামার সম্ভাবনা কম।