বলিউডে কান পাতলেই শোনা যায় বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে নায়িকা কিয়ারা আদভানির প্রেমের গুঞ্জন। এর আগেও তাঁদের একসঙ্গে খাবার খেতে দেখা গেছে। সিদ্ধার্থ ও কিয়ারা যে প্রেম করছেন, এটি এখন বলিউডে`টপ সিক্রেট’। তবে এরই মাঝে শোনা যাচ্ছে দক্ষিণী এক তরুণীর নাম শোনা যাচ্ছে সিদ্ধার্থের সঙ্গে। এই নতুন নায়িকা হলেন ‘দক্ষিণী’ ছবির চেনা মুখ রাশমিকা মান্দানা। বাস্তবে না হলেও পর্দায় শিগগিরই ঝড় তুলতে যাচ্ছে এই জুটি।
বলিউডে ধুমধাম করে অভিষেক হতে যাচ্ছে দক্ষিণের আবেদনময়ী নায়িকা রাশমিকা মন্দানার। জানা গেছে, ‘মিশন মজনু’ ছবিতে দেখা যাবে সিদ্ধার্থ ও রাশমিকাকে। ১২ জানুয়ারি লক্ষ্ণৌতে এই ছবির শুটিং শুরু হবে। এর আগে সিদ্ধার্থ ২০১৯ সালে ‘জবড়িয়া জোড়ি’ ছবির শুটিং উত্তর প্রদেশের এই রাজধানী শহরে করেছিলেন। শান্তনু বাগচী পরিচালিত ‘মিশন মজনু’ ছবিটি সত্তর দশকের সত্য ঘটনা অবলম্বনে বানানো হবে। এই ছবিতে পাকিস্তানে ভারতের গুপ্ত অভিযান নিয়ে এক সত্য ঘটনা তুলে ধরা হবে।