নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মনবতার নেত্রী শেখ হাসিনার মধ্যে সততা ও মানবতা আছে বলেই বাংলার মানুষকে করোনার ভয়াল আঘাত থেকে রক্ষা করতে পেরেছেন। যেখানে বিশ্বের ১৩০টি দেশ এখন পর্যন্ত করোনার একটি টিকা পায়নি। সেখানে অল্প সময়ের মধ্যে বাংলাদেশ করোনার টিকা জনগণকে দিতে পেরেছেন। দক্ষিণ এশিয়ায় করোনার টিকাদান কর্মসূচিতে বাংলাদেশ সব থেকে এগিয়ে। আজ শনিবার বিকেল ৩টায় গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতাল দিনাজপুর ও আন্ধেরী হিলফে জার্মান দাতা সংস্থার আর্থিক সহযোগিতায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি কলেজ রোডে সেতাবগঞ্জ ভিশন সেন্টারের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নৌপ্রতিমন্ত্রী আরো বলেন, করোনার কঠিন সময়ের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী বিচক্ষণতা ও সাহসিকতার পরিচয় দিয়ে দেশে করোনার পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে রাখতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রী সব সময় দেশ ও জনগণের কথা ভাবেন বলেই যেকোনো দুর্যোগ মোকাবেলা কাটিয়ে উঠতে বাংলাদেশ সক্ষম হয়েছে। বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের ভাইস চেয়ারম্যান সাবেক এমপি অ্যাভোকেট আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, আন্ধেরী হিলফে জার্মান এর বাংলাদেশ কান্টি ডিরেক্টর শংকর প্যাট্রিক কস্তা, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আব্দুস সবুর, অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুর এর সাধারণ সম্পাদক ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ চিনিকল আখ চাষি কল্যাণ সমিতির সভাপতি মো. ফয়জুল আলম চৌধুরী বাবলু প্রমুখ।