আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২৪টি ল্যাবে ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৬৪টি। এ পর্যন্ত দেশে মোট ৪৫ লাখ ৪২ হাজার ৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ৩৩ জন মৃতের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১২ জন। দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছে ছয় হাজার ৬৭১ জন ও নারী দুই হাজার ১৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৪ জন এবং ষাটোর্ধ্ব ১৫ জন রয়েছেন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৬ জন, চট্টগ্রাম বিভাগের ছয়জন ও রাজশাহী বিভাগের একজন। মৃতদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন।
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত বছরের ১৮ মার্চ। এরপর গত বছরের ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।
সংশ্লিষ্ট সংবাদ: করোনাভাইরাস
২৫ মার্চ ২০২১নওগাঁয় প্রথম চালানের ভ্যাকসিন শেষ, চাহিদাপত্র প্রেরণ২৫ মার্চ ২০২১দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৪, আক্রান্ত ৩৫৮৭ : স্বাস্থ্য অধিদপ্তর২৪ মার্চ ২০২১করোনায় আক্রান্ত ডিআইজি হাবিব২৪ মার্চ ২০২১করোনায় ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫৬৭ : স্বাস্থ্য অধিদপ্তর২৪ মার্চ ২০২১ব্রাজিলে করোনায় ২৪ ঘণ্টায় তিন হাজার মৃত্যু২৪ মার্চ ২০২১‘যেন কারওয়ান বাজারে করোনা নেই’২৩ মার্চ ২০২১দেশে করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ২২ মার্চ ২০২১করোনায় ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৮০৯ : স্বাস্থ্য অধিদপ্তর২২ মার্চ ২০২১নাটোরে করোনার সংক্রমণ রোধে কঠোর অবস্থানে পুলিশ২২ মার্চ ২০২১ভারতে বাড়ছে করোনার সংক্রমণ২১ মার্চ ২০২১পোল্যান্ড ও ফ্রান্সের কিছু অঞ্চলে ফের লকডাউন২০ মার্চ ২০২১করোনায় ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৮ জন : স্বাস্থ্য অধিদপ্তর২০ মার্চ ২০২১সস্ত্রীক করোনায় আক্রান্ত বিরোধীদলীয় হুইপ মিসবাহ১৯ মার্চ ২০২১কোভিড-১৯ : দেশে শনাক্তের হার ১০ শতাংশের বেশি১৯ মার্চ ২০২১অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর নারীর মৃত্যু : সুইডিশ মেডিকেল প্রোডাক্টস এজেন্সি১৯ মার্চ ২০২১ইউরোপের ১৩ দেশে ফের অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার শুরু হচ্ছে১৯ মার্চ ২০২১করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় প্যারিসে মাসজুড়ে লকডাউন১৮ মার্চ ২০২১করোনায় ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২১৮৭ জন : স্বাস্থ্য অধিদপ্তর১৮ মার্চ ২০২১করোনায় মৃত্যু আতঙ্কের এক বছর, সবার চোখ ছিল গণমাধ্যমে১৮ মার্চ ২০২১করোনাভাইরাস দ্বিতীয়বার হওয়া বিরল, তবে বয়স্কদের ঝুঁকি বেশি : গবেষণা