কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নাছির উদ্দিন খাঁন (৫০) নামে এক ইউপি চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপর ১২টার দিকে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের মাইজহাটি এলাকার বৈশাখী পেট্রোল পাম্পের দক্ষিণপাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাছির উদ্দিন খাঁন পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে কিশোরগঞ্জ জেলা শহরে ঠিকাদারি কাজে গিয়েছিলেন নাছির উদ্দিন খাঁন। কাজ শেষে কিশোরগঞ্জ জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন তিনি। এসময় পুলেরঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত তিনি। পথচারীরা উদ্ধার করে তাঁকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো.জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাছির উদ্দিন খাঁন অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নেওয়া পথে মারা যান। ঘাতক অটোরিকশাটিকে পাওয়া যায়নি।