উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন সলাতিন লা তানফাউ। অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে এমন সালাত থেকে আশ্রয় চাই, যা উপকারে আসে না। উপকার : আবুল মুতামির (রহ.) আনাস (রা.)-এর সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (আবু দাউদ, হাদিস : ১৫৪৯)