নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণে আক্রান্ত ও মৃত্যুর হার প্রতিদিনই বাড়ছে। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩ জনের মৃত্যু হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৭ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১২১ জন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬০৬ জন প্রাই।সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ননারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম।জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৭৪৮ জনের করোনা ভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছেন। এর মধ্যে ১২১ জন নতুন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছে ৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ জন। এখন মোট সুস্থের সংখ্যা দাড়াঁল ৯ হাজার ৩৯৭ জন। গত বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল হয়ে পড়েছিল। এরপর সংক্রমণ কমার সাথে সাথে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার আক্রমনের হার বাড়ছে দ্রুতগতিতে।