পদ্মা সেতুর পিলারের সঙ্গে আবারো ধাক্কা লেগেছে বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরির।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে কাকলী নামের কে-টাইপ ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ১০ নম্বর পিলারের সাথে ধাক্কা খায়। এতে ফেরিতে থাকা যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতির খবর হয়নি।
বিআইডাব্লিউটিসির বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদ বলেন, পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার বিষয়টি শুনেছি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এর আগে গত সোমবার সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নিয়ন্ত্রণ হারিয়ে সেতুটির ১০ নম্বর পিলারে আছড়ে পড়ে। এতে পিলার ও ফেরিটি ক্ষতিগ্রস্ত হয়। এ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন যাত্রী।