- পাপীদের সারিবদ্ধভাবে হাজির করা হবে
ইরশাদ হয়েছে, ‘স্মরণ করো, যেদিন আমি হাজির করব প্রত্যেক সম্প্রদায় থেকে একটি দলকে, যারা আমার নিদর্শনাবলি প্রত্যাখ্যান করত আর তাদের সারিবদ্ধ করা হবে।’ (সুরা নামল, আয়াত : ৮৩)
- রাতে বিশ্রাম করো আর দিনে কাজ
ইরশাদ হয়েছে, ‘তারা কি অনুধাবন করে না যে আমি রাত সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকপ্রদ। এতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা নামল, আয়াত : ৮৬)
- নেক আমল কিয়ামতের ভয় দূর করবে
ইরশাদ হয়েছে, ‘যে নেক আমল নিয়ে আসবে সে তা থেকে উত্তম প্রতিফল পাবে এবং সেদিন তারা ভয় থেকে নিরাপদে থাকবে।’ (সুরা নামল, আয়াত : ৮৯)
- মন্দ কাজের পরিণতি হবে ভয়াবহ
ইরশাদ হয়েছে, ‘যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তাকে অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাদের বলা হবে, তোমরা যা করতে তারই প্রতিফল তোমাদের দেওয়া হচ্ছে।’ (সুরা নামল, আয়াত : ৯০) আল্লাহর অনুগত হও ইরশাদ হয়েছে, ‘আমি তো আদিষ্ট হয়েছি এই নগরীর প্রভুর ইবাদত করতে, যিনি তা সম্মানিত করেছেন। সব কিছু তারই। আমি আরো আদিষ্ট হয়েছি, যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।’ (সুরা নামল, আয়াত : ৯১)