পাকিস্তানের পাঞ্জাবে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিমদের তাজিয়া মিছিলে গ্রেনেড হামলায় ৩ জন প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর জেলা ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে ঘটে।
বোমা হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছোটাছুটি করছে। রাস্তার পাশে আহত লোকজনকেও পড়ে থাকতে দেখা গেছে।
পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাশারাত জানান, গতকাল বৃহস্পতিবার তাজিয়া মিছিলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাহাওয়ালনগরে স্থানীয় সময় সকাল ১০টায় আশুরার একটি মিছিলে গ্রেনেড ছোড়ে একব্যক্তি। ওই হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাশারাত জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। এই ঘটনা কোঠর তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।