কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে সকাল সাড়ে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি বন্ধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী কয়েক শ গাড়ি নদী পারের জন্য অপেক্ষায় আছে।
এই খবরের সত্যতা নিশ্চিত করে নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহাবুব আলী সরদার বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
মাহাবুব আলী সরদার বলেন, “সাত দিনের মতো গতকাল সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাও বাড়তে থাকে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সামনের কিছুই যখন দেখা যাচ্ছিল না, তখন রাত ১০টা থেকে কর্তৃপক্ষ ফেরি বন্ধ করে দেয়। উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া কয়েকটি ফেরি দুর্ঘটনা এড়াতে মাঝনদীতে নোঙর করে রাখা হয়েছে। এ ছাড়া আরও কয়েকটি ফেরি ছাড়ার প্রস্তুতি নিয়েও আর ছাড়তে পারেনি। এভাবে কুয়াশা পড়ায় এ পথে নৌযান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।