নদীতে অব্যাহত ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকার পর পাটুরিয়া থেকে দৌলতদিয়া পর্যন্ত নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে এই নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
জিল্লুর রহমান জানান, গতকাল রাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ১১টার দিকে নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। আবার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশা বেড়ে যাওয়ায় দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত আবারো ফেরি চলাচল বন্ধ থাকে। এরপর তৃতীয় দফায় দিবাগত রাত ২টা থেকে আবারো ফেরি চলাচল বন্ধ থাকার পর আজ সোমবার সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়।