নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার কথা যাদের, নিউইয়র্কে তাদেরই এখন নিরাপত্তা নেই। নগরীতে অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের গাড়িও চুরি হয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, সড়কের সিসি ক্যামেরায় দেখা গেছে, চুরি করে নিয়ে যাওয়ার পর একটি দল বেশ সময় নিয়েই গাড়ির যন্ত্রপাতি খুলছে। এরপর নিজদের মধ্যে ওই যন্ত্রপাতি ভাগাভাগি করে নিয়ে চলে যায়।
অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে। এ নিয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন নিউইয়র্ক পুলিশ।