আফগানিস্তানে একদিকে চলছে মার্কিনসহ বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়া অন্যদিকে দেশটির প্রাদেশিক শহরগুলো দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান সশস্ত্র গোষ্ঠী। আজ মঙ্গলবার আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ প্রদেশ হেলমান্দের রাজধানী লস্করগাহ দখলে তীব্র আক্রমণ চালাচ্ছে তালেবানরা। যে কোনো সময় তালেবানদের দখলে চলে যেতে পারে লস্করগাহ।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনীর বিমান হামলার মধ্যে আক্রমণের ধার বাড়িয়েছে তারা। এরই মধ্যে তালেবান যোদ্ধারা শহরের একটি টেলিভিশন স্টেশন দখল করেছে বলে স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে। লস্করগাহ থেকে আফগান সামরিক বাহিনীর কমান্ডার মেজর জেনারেল সামি সাদাত বিবিসি জানান, এই প্রদেশ তালেবানদের দখলে গেলে বিশ্ব নিরাপত্তার জন্যে মারাত্মক হুমকি হবে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশ আফগানিস্তানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক অভিযানের অন্যতম কেন্দ্র।
এদিকে লস্করগাহের পতন ঘটলে ২০১৬ সালের পর এটিই হবে তালেবানদের প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল। বিবিসি জানাচ্ছে শুধু লস্করগাহ নয় আরো তিনটি প্রাদেশিক রাজধানীর দখল নিতে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে তালেবানরা। বিবিসি জানিয়েছে, আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে তালেবানরা। যদি লস্করগাহ এবং কান্দাহার তালেবানদের হাতে পতন হয় তবে তা তাদের জন্যে বড় বিজয়।
এদিকে তালেবান চরম হামলার জন্যে মার্কিন সেনা প্রত্যাহারকে দায়ী করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিবলেন, ‘আমাদের বর্তমান পরিস্থিতির কারণ হলো এই সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়েছে।’এদিকে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা হলেও দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।