আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস মঙ্গলবার পালিত হবে।
১৯৮১ সালের ১৭ মে ছয় বছরের নির্বাসন শেষে তিনি দেশে ফিরে আসেন।
ভারতীয় এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল সাড়ে ৪টায় কলকাতা হয়ে নয়াদিল্লি থেকে ঢাকার কুর্মিটোলা বিমানবন্দরে পৌঁছান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা ভাগ্যক্রমে বিদেশে থাকার কারণে হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।
১৯৮১ সালের ১৪, ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অধিবেশনে, শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলীয় সভাপতি নির্বাচিত হন এবং তারপরে তিনি ১৭ মে দেশে ফিরে আসেন।
প্রায় ১৫ লাখ মানুষের দেওয়া এক হৃদয় ছুঁয়ে যাওয়া সংবর্ধনায় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি আওয়ামী লীগের নেতা হতে নয়, জনগণের পাশে থেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করতে দেশে ফিরে এসেছি। সেদিন বিমানবন্দর।
তিনি আরও বলেন, আমি আপনার বোন হিসেবে, কন্যা হিসেবে এবং বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আপনার পাশে থাকতে চাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা এবং প্যাগোডাতেও বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।