এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি, ইয়োগা আর্টিস্ট ও ফিটনেস এক্সপার্ট আশরাফুন নাহার লিউজার নতুন কবিতার বই “নিরার অথই জল”। বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ। পাওয়া যাচ্ছে মেলার ৫ নম্বর প্যাভিলিয়নে। এছাড়া রকমারি ডট কম সহ বিভিন্ন প্লাটফর্মেও বইটি পাওয়া যাচ্ছে। প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ। আশরাফুন নাহার লিউজার লেখার মুল প্রতিপাদ্য প্রকৃতি এবং মানবপ্রেম। মানুষের ভেতরকার অনুভূতির প্রকাশ নিজের কাজের মধ্য দিয়ে তুলে ধরেন তিনি। কবিতা, গল্প কিংবা প্রবন্ধের মধ্য দিয়ে তিনি জীবনের কথা বলেন। লেখেন ভ্রমণ সাহিত্য ও লাইফস্টাইল সম্পর্কেও। তবে কবিতা রচনাকেই বেশি প্রাধান্য দেন তিনি। কবিতা সম্পর্কে আশরাফুন নাহার লিউজা বলেন, “যাপিত জীবনের গভীর অনুভূতি যে শব্দবুননে প্রকাশিত হয় তাই ‘কবিতা’। ‘কবিতা’ ঘোর অন্ধকারে প্রদীপ জ্বালাতে পারে, যা আলোয় ভরিয়ে দেয় মনের পুরোটা ঘর!” বইটির কবিতায় উঠে এসেছে বিরহী প্রেমের কথা। পেছনে ফেলে আসা দিনগুলো, দেশ, দেশের মানুষ, স্মৃতিকাতরতা আর একরাশ কষ্ট। প্রকৃতিকে প্রতীকী অর্থে ধরে নিয়ে তার সঙ্গে মানুষের অনুভূতিকে মিলিয়েছেন কবি। যা হয়তো অনেকের মনের ভেতরটাকে প্রচণ্ডভাবে নাড়া দিয়ে যাবে। যে কারণে কবি বইটির উৎসর্গ পাতায় লিখেছেন, “বর্ষার একগুচ্ছ কদম ফুলকে; যারা দু:খ হয়ে কবিতা লেখায়”। আশরাফুন নাহার লিউজা মূলত কাজ করেন ইয়োগা এবং ফিটনেস নিয়ে। ২০১৪ সালের ১১ এপ্রিল ঢাকায় গড়ে তুলেছিলেন লিউজা’স ইয়োগা নামে একটি প্রতিষ্ঠান। তার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে নারীদের নিয়মিত ইয়োগা চর্চা করার সুযোগ তৈরি করে দেয়া হয়। বর্তমানে তার বসবাস যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেখানেও ইয়োগা আর্টিস্ট হিসেবে কাজের ধারা অব্যাহত রেখেছেন। এছাড়া নিয়মিত উপস্থাপনা করেন বিভিন্ন টেলিভিশনে। কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে নিউইয়র্ক থেকে তিনি পেয়েছেন এনআরবি তারকা অ্যাওয়ার্ড। নানা সময়ে পেয়েছেন আরও অনেক সম্মাননা।