অমর একুশে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন লিটলম্যাগ সম্পাদকরা। এবারের মেলায় লিটলম্যাগের স্টল বিন্যাশ এবং আগের জায়গায় (সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পার্শ্ববর্তী স্থানে) ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবিতে এই ধর্মঘট ডেকেছে মেলায় স্টল পাওয়া বিভিন্ন লিটলম্যাগ সম্পাদকরা। গতকাল শনিবার (২০ মার্চ) রাত ৮টায় ধর্মঘটের এই ঘোষণা দেওয়া হয়। এই সময় উপস্থিত ছিলেন করাত কল’র নির্বাহী সম্পাদক কবি শাফি সমুদ্র, শালুক সম্পাদক কবি ওবায়েদ আকাশ, লোক সম্পাদক অনিকেত শামীম, হালখাতা সম্পাদক শওকত হোসেন, দ্রষ্টব্য সম্পাদক কামরুল হুদা পথিক ও শিং এর সম্পাদক জোসেফ প্রাপন প্রমুখ। ধর্মঘট ডাকা বিষয়ে সম্পাদকরা বলেন, ‘আগামীকাল থেকে লিটলম্যাগ চত্বরে সর্বসম্মতিক্রমে সব স্টল বন্ধ ঘোষণা করা হলো। বিকেল ৫টায় এ বিষয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।’