বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রন্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
আজ শনিবার ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা.মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ আগস্ট শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৪৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এছাড়া এন্টিজেন পরীক্ষায় একজন করোনা পজিটিভ ছিলেন। গত ২৪ ঘন্টায় মোট ২০৭টি নমুনার নতুন আক্রান্ত হয়েছে ৫০ জন।
আজ শনিবার সকালে সর্বশেষ ফলাফল পাওয়া পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৬৩৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৫৬০ জন। মৃত্যু ৬৪৯ জন।