বর্তমানে করোনার নতুন ভেরিয়েন্ট ধরা পরার পর থেকে ক্রমশয় বাড়ছে মানুষের মৃত্যু ও আক্রান্তের হার। দেশে কভিড-১৯ সর্বশেষ পরিস্থিতি, গত ২৪ ঘণ্টায় নমুনা পরিক্ষা হয়েছে ৫৭৩৬ শনাক্ত হয়েছেন ৫১, সুস্থ হয়েছেন ২৯১ আর মৃত্যু হয়েছে ০।
- সন্দেহভাজন করোনা রোগীর ক্ষেত্রে ‘উপসর্গ’
জ্বর ‘৯৯ ডিগ্রির নিচে’
শকনা কাশি
গলা ব্যাথা
ক্লান্তি/দুর্বলতা
মাথা ব্যাথা
পেশীতে ব্যাথা
পাতলা পায়খানা, ডায়রিয়া, বমি
মুখে স্বাদ না থাকা
নাকে গন্ধ না পাওয়া
- সন্দেহভাজন করোনা রোগীর ক্ষেত্রে ‘করণীয়’
পাশের উপসর্গসমূহের অন্তত ২টি থাকলে অথবা মুখে স্বাদ বা নাকে গন্ধ না পেলে দ্রুত করোনা পরীক্ষা করুন।