ভারতীয় হাইকমিশনার বলেছেন, বাংলাদেশকে দ্রুত সময়ে টিকা দিতে ভারত অঙ্গীকারবদ্ধ।
মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠিত দেশটির প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের পর সাংবাদিকের প্রশ্নের জবাবে দোরাইস্বামী এ কথা বলেন।
বাংলাদেশ সরকার, বেক্সিমকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের চুক্তি অনুযায়ী সরকার তিন কোটি টিকা কিনছে সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে। বেক্সিমকো এই টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সোমবার এই টিকার প্রথম চালান দেশে এসেছে। প্রথম চালানে এসেছে ৫০ লাখ টিকা। আগে গত বৃহস্পতিবার ভারতের উপহার হিসেবে দেশে ২০ লাখ টিকা এসেছে।