শুক্রবার রাতের ম্যাচ হার্থা বার্লিনকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে লেভানদোস্কিরা। হার্থা বার্লিনের মাঠে প্রবল তুষারপাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করতে থাকে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ১১তম মিনিটে লেরয় সানেকে হার্থা গোলকিপার রুনে ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন, কিন্তু সেই পেনাল্টি মিস করেন আসরের সর্বোচ্চ গোলদাতা লেভানদোস্কি। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। মুলারের পাসে দুর্দান্ত শটে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড কিংসলে কোম্যান। বিরতির পরও দাপুটে ফুটবল খেলে বায়ার্ন। যেখানে চার মিনিটে ব্যবধানে দুটি হেড করেও প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি লেভানদোস্কি। শেষ পর্যন্ত আর হার্থা বার্লিন সমতায় ফিরতে না পারলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো হ্যানসি ফ্লিকের দল।