চট্টগ্রামের বহদ্দারহাটের তিনটি ভোটকেন্দ্র। বুথ রয়েছে ২৩টি। প্রতিটি বুথে ১ জন করে ২৩ জন এজেন্ট থাকার কথা। কিন্তু ভোট গ্রহণের শুরুতে বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেনের এজেন্টই ছিলেন না বুথে।
এই কেন্দ্রে বুধবার সকাল সোয়া ৯টার দিকে ধানের শীষের একজন নারী এজেন্টের পাওয়া যায়। তাঁর নাম মাইনুর বেগম। কার এজেন্ট জানতে চাইলে, তিনি নিজেকে ধানের শীষের এজেন্ট বলে পরিচয় দেন। অবশ্য ধানের শীষের প্রার্থীর নাম তিনি জানেন না বলে জানান।
তাঁর কাছে থাকা পরিচয়পত্রে রেডিও প্রতীক উল্লেখ করা ছিল। বুথের কর্মকর্তা দাবি করেন, তাঁর বুথে ধানের শীষের এজেন্ট আছেন। কিন্তু কার্ডে রেডিও প্রতীকের উল্লেখ থাকার বিষয়ে স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি। প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ৮টি বুথ থাকলেও বিএনপি ৫ জন এজেন্টের তালিকা তাঁকে দিয়েছেন।