তালেবানের মুখপাত্র সুহেল শাহিন বলেছেন, যদি ভারতীয় সেনাবাহিনী আফগান সেনাদের সাহায্য করার জন্য আসে, তাহলে সেটা তাদের জন্য ভালো হবে না।
অবশ্য আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসাও করেছেন তালেবানের এই মুখপাত্র। তিনি বলেছেন, আফগানিস্তানের মানুষের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে।
এদিকে আফগানিস্তানে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সে দেশ থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ।
সুহেল শাহিন বলেছেন, দূতাবাস ও কূটনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ব্যক্তিদের কোনো ক্ষতি আমরা করবো না। ভারত তাদের নাগরিকদের জন্য যে চিন্তা করছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা তাদের কিছু করবো না।