ভারতে এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের নতুন রেকর্ড তৈরি হয়েছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় এক লাখ ৪৫ হাজার তিনশ ৮৪ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এছাড়া এই সময়ের মধ্যে সাতশ ৯৪ জনের মৃত্যূ বরণ করেছেন। এ নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল এক কোটি ৩২ লাখ পাঁচ হাজার নয়শ ২৬ জন এবং মোট মৃত্যু হয়েছে এক লাখ ৬৮ হাজার চারশ ৬৭ জনের।গত কয়েকদিন ধরেই ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা খুব বাড়ছে। করোনার দ্বিতীয় তরঙ্গ শুরুর পর দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছেন। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে ১০ লাখ ৪৬ হাজার ছয়শ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়ে গেছে এক কোটি ১৯ লাখ ৯০ হাজার ৮৫৯ জন। দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সেরে যাওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ।জানা গেছে, ভারতে ছয় লাখ ১৬ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে গত পাঁচ দিনে। আর এই সময়ের মধ্যে মারা গেছে তিন হাজার তিনশ ৩৫ জন।