নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক তিন হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির সরকারি হিসাব অনুযায়ী করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল। সংক্রমণের শুরু থেকে এই প্রথম তিন হাজারের বেশি দৈনিক মৃত্যুর ঘটনা ঘটল। ভারতে তিন লাখের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন লাখ ৬২ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে।
ইউনিয়ন টেরিটরিসহ ১১টি রাজ্যে এদিন সর্বাধিক সংক্রমণের রেকর্ড হয়েছে। এর মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে ৬৬ হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়। উত্তরপ্রদেশ, কেরালা ও কর্ণাটকে ৩০ হাজারের বেশি করোনা শনাক্ত হয়। একদিনে সর্বাধিক সংক্রমণ হওয়া ১১টি রাজ্য হচ্ছে-উত্তরাখণ্ড (পাঁচ হাজার ৭০৩), জম্মু ও কাশ্মীর (তিন হাজার ১৬৪), হিমাচল প্রদেশ (দুই হাজার ১৫৭), পুদুচেরি (এক হাজার ২১) এবং চণ্ডিগড়ে (৮৩৭), কেরালা (৩২ হাজার ৮১৯ জন), পশ্চিমবঙ্গ (১৬ হাজার ৪০৩), তামিলনাড়ু (১৫ হাজার ৮৩০), গুজরাট (১৪ হাজার ৩৫২), হরিয়ানা (১১ হাজার ৯৩১), তেলেঙ্গানা (১০ হাজার ১২২), একদিনে সর্বাধিক করোনার সংক্রমণ ধরা পড়েছে।
এ ছাড়া দেশটির রাজধানী দিল্লিতে মঙ্গলবার ২৪ হাজার ১৪৯ জনের করোনা শনাক্ত হয়। করোনা রোগীর চাপে একেবারে দিশেহারা হয়ে পড়েছে দিল্লির হাসপাতালগুলো।
ভারতের সরকারি হিসাব অনুযায়ী, আজ বুধবার পর্যন্ত করোনায় মৃত্যু সংখ্যা দুই লাখ এক হাজার ১১৬ জনে ঠেকেছে। এটি পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ।