রাজধানীর ধানমণ্ডি এলাকায় ফুটপাত থেকে এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৭০) বছর।
ধানমণ্ডি থানার এসআই নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৬ নম্বর রোডে ফুটপাতে উপর অচেতন অবস্থায় পড়েছিলেন ওই বৃদ্ধ ভিক্ষুক। তাকে উদ্ধার করে রাত পৌনে ১০টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই বৃদ্ধ ধানমণ্ডি এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন এবং ফুটপাতেই ঘুমাতেন।