মালিতে হানাদাররা উত্তরাঞ্চলীয় শহর গাওর কাছের গ্রামে হামলায় কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে, পুলিশ এবং স্থানীয় এক কর্মকর্তা রবিবার জানিয়েছেন।
“অপরাধী সন্ত্রাসীরা” গাও থেকে কয়েক ডজন কিলোমিটার উত্তরে কমিউন আনচাওয়াদজে বেশ কয়েকটি গ্রামে কমপক্ষে ২০ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র পুলিশ অফিসার বলেছেন। স্থানীয় এক কর্মকর্তা মৃতের সংখ্যা ২৪ বলে জানিয়েছেন।